মেঘ -
তুমি হয়ে যাও আমার কবিতার খাতা শব্দ হয়ে যাই আমি।
সদ্য
শব্দরা যদি শব্দহীন হয়ে বিষন্ন প্রজাপতির মতো উড়ে যায় নিরবে নিঃশব্দে তবে?
মেঘ-
তবে কি? কবিতার খাতায় অপলক চেয়ে তুমি শুধু আমায় আকঁবে।
সদ্য-
একটা বিষন্ন বিকেলের বারান্দায় দাড়িয়ে কার ছবি আঁকো তুমি মেঘ রৌদ্দুর আলোছায়ায়?
মেঘ - আমার কি সাধ্যি বলো, তোমায় ভালোবাসা ছাড়া আমি আর কিই বা করতে পারি ।
সদ্য
তুমি আমার কবিতার খাতা বলেই বিমুর্ত শিল্পকলায় শব্দে ছন্দে জলে জঙ্গলে মেঘে ছায়ায় আমি তোমাঁকেই দেখি তোমাকেই আঁকি শুধু।