অফিসের টেবিলে জমে আছে ফাইলের স্তূপ
মাছি মারা কেরানীর মতো চশমার ফাঁকে দেখি
কাগজের পৃষ্ঠা গুলো উল্টাতে গিয়ে মনে হলো
তোমার কথা ভা বলেই কবিতা এমনি চলে আসে
কান টানলে মাথার মতো চলে আসে চৌকাঠে।
কাজের চাপ দম বন্ধ হয়ে আজ
আমার দরজার ও পাশে আড়াল নিয়েছে কবিতা।
লুকোচুরি খেলছে আমার সাথে সারাটা দিন
চোখ বুঝে কানামাছি খেলার মতো করে
একটা বার পাচ্ছি না তার স্পর্শের পরশ।
একটা পঙক্তি কিংবা দুটো চরন মাথার মধ্যে
গুনগুনিয়ে গান শোনালে ও লেখার মতো
কোনো অনুষঙ্গ খুঁজে পাই না বলে
কবিতারা আজ ছুটি নিয়ে বেড়াতে গেছে।
আমার কাছে যাবতীয় ব্যস্ততা তুলে দিয়ে
দু দণ্ড অবসরে কবিতারা আজ কি
তোমার দরজায় গিয়ে দাঁড়িয়েছে?
তোমাকে এক পলক দেখবে বলে
আহারে কতদিন আমার কবিতারা
তোমায় একটা পলক দেখার জন্য
ব্যাকুল হয়ে অপেক্ষায় আছে
তাই হয়তো তোমার দরজায় কড়া নাড়ছে
বিষাদ আর ভালোবাসার বার্তা নিয়ে।
২৩-০৩-২০২১ইং।