পন্জীভুত মেঘের কান্নায় ভিজে যাওয়া
পাখির পালক সবুজ বৃক্ষের পাতা ঝড়ে পড়ে
আকাবাকা বিবর্ন পাহাডী পথে
পথের কান্না আর পাহাডী ঝর্নার মিলেমিশে
একাকার হয়ে ভিজে যাওয়া ছলছবি।
কাঠ গোলপের সুবাস মাখা
তোমার খোপার গন্ধে মাতাল এলোমেলো
সুখের পায়রা উড়ে যায় ঠিকানা বিহীন পথে
একজন মায়াবতীর খোজে।
যখন ডুবে পন্চমীর চাদ কি শুক্লা দ্বাদশী
একজন মায়াবতীর জন্য ছুটে চলা হরিন শাবক
শরবিদ্ধ পাখির মতে বুকে ভেতর যন্ত্রনার নীল বিষ
সবুজ অরন্য জুড়ে শোকের মাতম অহরহ।
জল জোসনার রাজকুমারী আড়াল অন্তপুর
হ্রদ আননে কেবল শুনি বেতাল বেহাগ সুর।
৩-২-২০২১