ভালোবাসার গোধুলী ছুঁয়েছি দুহাতে
মেখেছি কপালে, দু হাতে,সারাটা শরীরে
তোমার ঠোঁটের উস্নতার ব্যাকুল চুম্বনে
হতবিহবল তৃষ্ণার অাকন্ঠ জলপানে।
ডুব সাতারে পার হতে চাই
ভালোবাসার সরোবর
রোদহীন বোধহীন ছায়াহীন কায়াহীন
পড়ন্ত বিকেলের নির্জন নীরবতায়
বুকের গহীনের উত্তাপে পোড়াই
চুম্বন তৃষ্ণা,বুকের অন্দরে দুঃখকে রেখে বাজী
আরো একবার প্রানপনে হতে চাই বিশ্বাসের জুয়াড়ী।
শুকনো পাতার মতো মড়মড়ে
বিশ্বাসের নাভীমুলে অবিরল ঢেলে যাই জল
সবুজ পাতার স্বপ্নে বিভোর হয়ে
গভীর রাতের করুন নৈশব্দের জঠরে জন্মে
একেকটা নুতন প্রহর নতুন দিন তুমি হীন।
জানালার বাইরে বিদীর্ণ বুকের মতো
বিস্তীর্ণ খোলা আকাশ জুড়ে হাহাকার শুধু
দুপায়ে বিরহ আসে জড়াতে আমায় অবসাদে
তবু যতো ক্ষন দেহে আছে প্রান
বুকের ডান পকেটে তবু জমা রাখি
অবহেলার জঞ্জাল, কষ্টের নীল ফুল
ভালোবেসে তোমার জন্য ফোটাই সহস্র গোলাপ।