আটপৌরে সাদা কালো
নয়টা পাচটার শিডিউলটা
বদলে দিয়ে তুমি,
রংধনুর মতো বর্নিলতায়
একেছো রংগের ফল্গুধারা
আমার আকাশ জুড়ে
হাজার তারার মিটি মিটি
আধো আলো আধো ছায়ায়
তুমি আলো জ্বেলে যাও
ধ্রবতারার আলোকরশ্মি হয়ে।
সপ্তর্ষিমন্ডল হয়ে আমার
ঘিরে রাখো, উত্তরহীন, এক প্রশ্ববোধক এর মতো !
মেঘলা আকাশ, একলা নদী,
সবুজ পাহাড় আর সুনীল সাগর
কিছুই আমার একার জন্য রাখোনি তুমি।
তুমি তাতে ভাগ বসাতে
ভালোবাসার দ্বৈরথে মেতেছো
হ্রদয়ের মনোভুমিতে
পদচিন্হ,সবুজ বনভুমি জোড়া।
মেঘলা আকাশে একলা চাদ
মুগ্ধতারা তাই চারপাশ জুড়ে
তোমায় ছায়া ভাসে দশ দিগন্তে
নদীর জলে, আকাশ জুড়ে
ভোরের শিশির মুক্তোদানা হয়ে
মিশে প্রভাতের সবুজ দুর্বায়,
দুপুরের খরতাপে আর
সন্ধ্যার ধ্রুবতারায়।
কি অবাক মুন্সীয়ানায়
বুকের অনুর্বর নিস্ফলা জমিতে
সবুজ ক্যাকটাসে ফোটাও সারি সারি লাল নীল ফুল।