শ্রাবন এলো ভিজে গায়ে
হালকা পরশ পেতে
রূপ রমণীর ঝলসায় চোখ
সবুজ ধানের ক্ষেতে
আলতা পায়ে আলতো বধূ
আলগা দিয়ে কাজে
বর্ষণের এই মূষল ধারা
ছুটির ঘন্টা বাজে
ব্যাঙ কোলাহল করছে সকল
ব্যাস্ত ভেজার দিনে
এলো শ্রাবন প্রিয়া আমার
ছোট্ট এ ঘর চিনে

~তৃণব্রত