তপ্ত শাখে মূর্ছা যাওয়া পাখি
শীতল মাটির মর্ম কি জানে ?
যে ছবিতে রঙিন স্মৃতির অঙ্গার জমে ;
সে ছবিতে আঁচড়ে পড়া তুলির
কষ্ট কি কেউ দেখে ?
না,
বিজনতায় রক্ত চোষা শৃগাল
একাকি জীবন শেষে মৃত্যুকে নেয় বেছে ,
থেকে যায় হরিণ শাবক
ধূর্ত লোকের পৃষ্ঠ পাছে ;
আর এভাবেই মানুষ মৌনতায় বাঁচে ।