লোকে বলে মিথ্যে জগৎ
মিথ্যে তরুরাজি ,
বন্ধনের মুখরা শেষে দেখি
ফিরতি পথে সবাই দিলো ফাঁকি ;
তাল ভুলে বেসুরে সুরে
কৃত্রিম ছবি আঁকি ,
বিধাতার ক্ষোভে আজও তাই
অন্তরাটুকু বাকি ।
মায়ার ভব জালে
উল্লাসে মাতি রাত্রি দিন
যেন বেহায়া ক্লান্তিহীন ।
অবেলায় নিদ্রিত আমি অভিমানী জীব
দিনান্তে করি আবেগ সমাধি স্থির,
তবুও পাই না খুঁজে বিশ্বাসী কে যে ;
কেবল অজান্তে বাড়ে ঋণ ।
অষ্টপ্রহর মন কেমন ; ইচ্ছেরা শান্ত ধিম,
উড়ে বেড়ায় ; রোজ পালায়
সাক্ষ্য-প্রমাণ থাকে সৃষ্টির অধীন ।
ভয়ভীত আমি ; বন্দী আমি ,
কৃতদাস এ আলোক ছলনার ;
নন্দিত ধূম্রে মণিপুষ্পক তুঙ্গে,
উল্টোপথেই সমাপ্তি হবে কি
তবে শেষ অন্তরার ?