তুমি নারী
রূপে তোমায় হতে হবে
অপ্সরার রূপধারী,
তোমার মন থাকতে নেই
সমাজের আজ্ঞা এই ।
তোমাকে সাজতে হবে
নইলে রাজপুত্তুরের অভাব হবে ,
প্রতিবাদ করতে গেলেই
তোমার নামে বদনামের বিষাক্ত
গন্ধ ছাড়াবে ।
তুমি নারী ,
অহংকারী কেনো হবে ?
বিনয়ে মাথা নত রবে
কর্কশ বাণী কন্টক হয়ে
যতই বিদ্ধ হবে ।
হও তুমি রাজার কণ্যা ,
যতই পাও সেবা যত্ন,
দিনশেষে শুনতেই হবে
তুমি পরের ঘরের রত্ন।
তুমি নারী ,
তোমার হৃদয় পাষাণ ভারী ,
তবুও বাঁচতে শিখতে হবে নিরবতায় ,
কারণ তুমি সমাজের চোখে পণ্য ,
তোমার সৌন্দর্য গুটিকয়েক অলঙ্কারে ,
আর সান্তনা চাইলে ;
মিথ্যে সম্মান পাবে তুমি
সাহিত্য সম্ভারে ।