কি শান্ত এই রাত , তাই না ? কতটা যত্নে প্রকৃতিকে সাজানো হয়েছে । তবু যেন মুক্তি মেলে কেবল রাতের আঁধারেরই । অন্ধকারে থাকাটা এক ধরণের নেশা , একটা প্রশান্তির নাম । কেউ কাউকে দেখে
না । কেবল অন্তর আত্মার সাথে কথা হয় ।আপন মনে অগোছালো হলেও বেশকিছু রঙিন আড্ডা হয়।
রাতের থেকে সুন্দর বোধ হয় আর কিচ্ছু হয় না । আহা ! যদি জানতে পারতাম কোথায় এই রাত চিরস্থায়ী , তবে কোন এক শুভক্ষণে পারি জমাতাম সে দেশে ।
যেখানে দেখার কিছু নেই ;
আছে কেবল ঘুণে ধরা স্মৃতি,
মরীচিকা সদৃশ্য স্বপ্ন,
বাধাহীন কল্পনা রাজ্য ,
আর জোনাকি পোকার মৃদু আশার আলো । যেখানে
আছে কারাগারসম রুদ্ধদ্বার ,
যার ভেতরে শুধুই আক্ষেপ আর
বাহিরে মেঘকান্নার ভার ।
তবুও সেই দেশের বেঘোর তন্দ্রালাগা প্রকৃতি
মিথ্যে হলেও অন্তত ভরসা দেয় এই বলে যে ,
”প্রাণবায়ু চিরস্থায়ী “।
যেখানের নিস্পাপ জ্যোৎস্নারা জানে , দেশলাই মূহুর্তেই নিভে যাবে,
তবুও যার হীরক জেতার স্বপ্ন ;
ছায়াপথ ধরে ঠিকই সে পথরেখা আঁকবে ।
সে হেঁটে যাবে অজানা কোন
শুক্লপক্ষের হাত ধরে ,
চিরকালের মতো ; চিরদিনের মতো ,
নিঃশব্দে ; অগোচরে ;
না বলা হাজারো অভিযোগে ।