হাজার বছর কাটে ; অভিমানী প্রদীপ জ্বলে ,
তবু সুবাস ঝড়ে না ; কাকাতুয়া বায়না করে না ।
অনাবিল বিলে নিছক কাগজের খেয়া চলে,
আবেগের প্রলোভনে কি আর কড়িখেলা জমে ?
তবে যদি নির্জনে বেহায়া চিঠি লিখতাম ,
যদি দুঃস্বপ্নে একান্তে হাজারো প্রশ্ন জুড়ে নিতাম ,
তবে আজ নিঃশ্বাসের দোয়াতে হয়ত
জোড়া শালিকের সুখনাম লিখতাম।
তোমার বসন্তে আমার প্লাবণ ভুলে
যদি হৃদকম্পনে মন দিতাম ,
হয়ত নিখোঁজ হয়ে আবার নতুন করে
তোমার কাছের বন্ধু হতাম !