একফোঁটা চোখের জল
কষ্টে আবৃত বুক,
আমার চোখের ভাঁজে
তোদের সেই চেনা মুখ ।
বন্ধুত্বের বাঁধন ছিড়ে
একদিন সবাই যাব
দূর দেশের দূরপ্রান্তে,
থাকবে হাজারো স্মৃতি
থাকবে কান্না ভেজাচোখের আড়ালে
ক্লান্তির ঘুমরাশি,
খুঁজব তোদের কাঁধ
যাতে মাথা দিয়ে বলব
বন্ধু যাস না চলে কোন দিন
আমায় তেপান্তরে ফেলে
না বলে কোথাও আজ ।
একসাথে কতগুলো বছর
কাটিয়েছি সবাই মিলে,
একে অন্যের সাথে করেছি খুলসুটি
নানা সময় নানা ছলে।
জানিতো সবাই যাব চলে একদিন
এই আঙ্গিনা ছেড়ে,
তবুও কেন হৃদয় মাঝে
একটু একটু করে ব্যাথার ক্ষত বাড়ে।
একসাথে কত মিলিয়েছি সুর
গানের তালে তালে,
আজ এইক্ষণেতেই যেন
বিদায়ের সুর বাজে।
বন্ধু তোদের ভালোবাসার রং
আমায় রঙে রাঙায়,
তোদের একমুহূর্তের উপস্থিতি
আমার সকল দুখ ভোলায়।
এইক্ষণে তোদের সবার
মনের ঐ পীড়া আমি বুঝি,
কারণ তোরাই তো ছিলি আমার
দশবছরের স্কুলজীবন
পেরোবার মাঝি ।