স্ব সংকটে সাত্যকি সতত সংযমে,
স্বদেশের সংবাদে সমর সংবিঘ্ন সংঘর্ষে ।
সন্দীপের সামগ্রিক সামর্থ্যে
সুকান্ত সাত্ত্বিক সাধনায় সাফল্যের সংলাপে ।
সুধীরস্থ সোমশুদ্র,
সুধাকর সুপ্রিয় স্বরাজ্যে ,
সুরক্ষা সুলভ সুষ্ঠ সৈন্য সামন্তে ।
সৌদামিনী স্ব সৌভাগ্যে সৌমিত্রর সোহাগে
স্নিগ্ধ স্পর্শে সাজে সাম্রাজ্ঞীনি স্বরাজ্যে।
সুকান্ত ,সুধাকর , সৌমিত্র সহযোদ্ধা
সাত্যকি , সমর,সন্দীপ,সোমশুদ্র
সব সহোদরেরই সাহসী স্পর্ধা;
স্বার্থের সংসারে সবাই সামিল
সম্রাজ্যের সংগ্রামে।
সাম্রাটের সারথি সুখের সন্ধানে ,
সৌদামিনীর শঙ্কা সিঁদুরের সামীপ্যে ।
সকলের সমাজে সম্মানের সাধ,
সূর্য ! সেও সীমাবদ্ধ ,
সবশেষে স্বলোভে স্বহত্যায়
স্বরাষ্ট্রের স্বায়িত্বশাসনে
সাত সহোদর সিংহাসনচ্যুত ।