অসময় অবেলায় তাহারা
সকল ভার মুক্ত করিয়া চলিয়া যায় ,
তবুও দিনান্তে ;
মায়ার বন্ধন ভাঙ্গিতে না পারিয়া
যোগাযোগটুকু রাখিয়া যায়।
অনাদিকাল সান্নিধ্য মাগে যে চিত্ত,
সৃষ্টি তারে একলা বাঁচার মন্ত্রণা
শিখাইয়া অহংকারে করে নৃত্য ,
তবু অন্তরিন্দ্রিয় তাহারেই আঁকড়ে
স্মৃতির কবলে সাজে ভৃত্য ।
ক্ষণিক সময়ে যে বন্ধন গড়ে ;
কুশলী প্রকৃতি সে বন্ধন লয়ে পালায় বহু দূরে,
কর্ণে কহে তাহার নিষ্ঠুর বাণী ,
তবু নিঠুর এ প্রাণে কেমনে তা গাঁথিতে পারি !
মন মোর প্রীতি চাহে ; মাগে না দূর সন্দেশ ,
তথাপি বিদায়ের পশ্চাতে
দূর বার্তাই প্রশান্তির কারণ হইয়া আসে ।
দুমরে মুচরে যায় সব
পাশে থাকার আক্ষেপ যেন মায়ার বৈভব।
কোথা হতে শুনি সে দৈব বাণী
যাতে জন্মে বিদ্বেষ ; কোন প্রীতি নাহি ।
অবুঝ মনে জমে ক্ষোভ ,
হয়ত ক্ষোভ নয় লোভ ;
পরিশেষে অভিমানে স্নেহের অভিযোগ ।
সময় বহে ;স্রোতস্বিনী কিণারা খুঁজে ,
থামিবে একদিন অবশ্যই ,
তবু কহিয়া যায় না কোন সে ক্ষণ ।
প্রাতঃকাল কিংবা ঘন কালো নিশীথকাল
প্রার্থনা রবে আজন্মকাল ।