ওরা মুক্তি খুঁজে
সীমাহীন ছিন্ন পথে সন্ধি পূজে,
দূর দুরান্তে সমাপ্তিরেখা আঁকে
নিসঙ্গতার মর্ম শুনে
একালের ঘুমন্ত যোগী সাজে।
হেঁটে চলে বিষুব রেখার সূত্র ধরে ,
ছায়াপথ যখন সন্নিকটে
হঠাৎ থামে নবত্বের দাবী শুনে ,
মহাকালের আজ্ঞা ভেবে
প্রলয় খেলায় নাম টুকে ,
শাসন বারণ মিথ্যে কানুন পেরিয়ে
আজ ওরা কেবল মুক্তি খোঁজে ।
ওরা সুর সাধে
অন্তরালে বিষাদ গান ধরে ,
তাদের অলিখিত গোপন পত্রে
লিখিত থাকে;
কতখানি কষ্ট পেলে কান্না ভুলে
হাসা যায় নিভৃত ছন্দে ।
ওরা ঘর খুঁজেনা
যুগান্তকারী সব প্রলোভন বুঝে না ,
আবেগের খেলায় হেরে গিয়ে
নিশ্চুপভাবে ঘুমিয়ে পরে ।
জয় পরাজয় শেষে ; আঁধার ঘুচে গেলে ,
তাকিয়ে দেখে অতিক্রান্ত পথে
উল্লাস , প্রশংসায় মত্ত সব প্রজা ;
তবে দিনান্তে ওদের জীবনেই
কেনো পরিত্যক্ত হয় সুখধ্বজা ?