হৃদয় সুরের স্রোতে
যদি অকালে হাওয়া বহে,
ফুল ঝরে পরে
শুধু চিহ্নটুকু রহে ।
গন্ধরাজ আর ফোটেনা তখন
হয়না কেনো কথা ,
ঘুমপারানি গানে
হয়না তো সূর্য দেখা ।
শ্রাবণ প্লাবন কত আলাপন
নির্ঘুমে রাত কাটা ,
বৃষ্টি ভিজে কুঞ্জ ফিরে
তাই শৈশব ফিরে দেখা ।
কথারা থাকে বাকি ;
মেঘ বলে সময় কম নাকি ,
দিন ফুরোলে অধীর হয়ে তাই
পেছন ফেরা সাজে কি ?
মেঘবালিকাদের ঘুম আসে না
প্রাচীর ঘেরা কবরে,
তাই যায় ফিরে সে বারেবারে,
স্বপ্নপুরীর নগরে ।
সময়ের চক্র তাপে
মনে প্রাণে কেবল ভীতি জাগে,
যদিও পালাবার ডাক আসে
তবুও ফিরে তাকানোর ইচ্ছে জাগে,
একেই তো পিছুটান বলে
মৃত্যুতেই যার অবসান হয়
ছলে-বলে-কৌশলে ।