কংক্রিট জমা ক্ষতবিক্ষত মনে
মলম লেপে যে অনু পাথর ,
দীর্ঘপথ পেরুলে তাঁরাও ক্লান্ত হয় !
বোধহয় মেয়াদ তাঁদেরও ফুরোয় ;
তবু মোহের বশে পুনরায় তাঁকে পরখ করি ,
বুঝি ,
লোকে কেবল সাদা কিংবা কালো চেনে
ধূসরতার অর্থ বোঝে না ।
লোকে পাহাড় ভাঙ্গার বৃথা চেষ্টায়
আপন স্রোতেই ভাঁঙ্গণ ধরায় ,
অতঃপর শান্ত প্রবাহকে
প্লাবিত করেই বিচারসভা বসায়।
তখন জয়ী নয় ,
অপরাধী হতে ইচ্ছে হয় ,
জলকণা ছুঁয়ে আবার
রংধনু মাখার বাসনা জাগে।
সুখের মুখে ছাঁই ফেলে
তপ্ত রোদে শান্তি কিনতে জোর লাগে।
হ্যাঁ ;
খানিক ধূসর হয়ে ; অচেনা কোন স্বেচ্ছাচারীর মত
বনস্পতির কোলে হোমের আয়োজক আমি ,
যার আহুতি সুখ ; প্রার্থনা শান্তি,
পরিত্যক্ত সম্মান ; প্রাপ্ত অপমান ,
বিসর্জনে উন্নত শির ; লালসায় মুক্তি ,
রুদ্ধ কন্ঠ ; তবু অন্তর দহন,
নষ্ট সমাজ চিন্তার ভ্রমে বাঁধা লোকপ্রশংসা ,
তবু অসুস্থ সমাজের উপন্যাসে
সমাপ্তি ভাগে আমি অপরাজিতা ।