নির্মল বসন তাঁহার
মুগ্ধ কে না জানি ,
নিশিথে পথের ধারে
দাঁড়ায়ে যে প্রহরী ।
সে চাহিয়াছে দূর হতে
আমি নিভৃতে তাই হেসে ,
আমার যে টুকু রইল বাকি
দিলেম যতনে অবশেষে ।
বন্দী এ হাত ধরিবে কে যে
তাঁহার কাছে তে মাগি ,
আলোয় মিশে যে রশ্মি খানেক
তারও তো কষ্ট ভারী ।
ভাবিতে ভাবিতে বেলা যে যায়
মধ্যরাতে মন গাহিতে চায় ,
তাহার সুর কর্ণে এলে
পাদুকা চৌকাঠ পেরিয়া ধায়।
একি স্বেচ্ছাচারী ভাব
তবু তো প্রশান্তির অভাব ,
কর্তব্য টানে বিরাগ মনে
নাকি ফিরিয়া যাওয়াই দায় ।
অতল বিতল তলাতল
সর্বত্র মোর নিষিদ্ধ চলাচল ,
আপন প্রাণ উজাড়ি তাই
শেষ দর্শন চাহি ,
বিদায় বেলায় করুণা করিয়া
উপহার সাধে -
অপেক্ষার ক্লান্তি ঘড়ি।