আমি ক্ষুদ্র এক মানব
রোজ আশায় বাঁধি বুক ,
যা চাই তা যেন মরিচিকা স্বরূপ ।
চারিদিকে শুনিতে পাই
দানবের বিদ্রুপ ।
নিরব থাকি ; নিভিয়া সন্ধ্যাবাতি,
চাঁদের কথাই ভাবি ,
সহস্র তারকার মাঝে
কেমনে ধরে ও বেঁচে থাকার বাজি ।
আর্দ্র পাতায় মুখ ডুবিয়ে
ভাবছি আমি বেলাশষ,
দেখব যবে ; বলব তারে-
“কান্না-হাসির খেলায় মাতা
আমার নিত্য অভ্যেস ।”
এলো চুলে , উন্মনা হয়ে
অপেক্ষায় আমি থাকি,
ভাবনা আমায় তাড়িয়ে বেড়ায়
অবশেষে দেয় ফাঁকি ।
সবকিছু ভুলে ; হাসিমাখা মুখে ,
হই নাটকীয় ঘটনার সামিল ,
যেরূপে বিক্ষোভ মিছিলে একলা হেঁটে
ক্লান্ত জলরাশি আর অতৃপ্ত সলীল ।
সয়ে যাই ; নিয়ম তো তাই ,
দিন ফুরোলে নিথর দেহে
নিজের সত্তাকে খুঁজে না পাই ,
তাই নাট্যমঞ্চে ভালো থাকতে
ছদ্মবেশে অজ্ঞাত নামে
নিখোঁজ হতে চাই ।