ইচ্ছে করে ঝড় হতে ,
দমকা হাওয়ায় জোয়ার ছুঁতে,
স্রোত কাটিয়ে গঙ্গার বুকে
ময়ূর যে রূপে দুঃখ মুছে।
ভাবনার কূলে ভ্রমর পূজী
মিথ্যে মায়ায় বন্ধন খুঁজি ,
ধূপের ধোঁয়া কাঙাল বুঝে
নয়ন তাঁহার তাই অশ্রু ভুলে ।
ইচ্ছে করে ,
শান্ত চিত্ত পেখম মেলুক ,
কারুকার্য মনে দাগ কাটুক
ঝড় হাওয়া তাকে ডাক দিক ।
তারকারাজি খসে পরুক ;
ধূমকেতু তাকে প্রবাহ দিক,
মানুষ মরুক আর বৃক্ষ বাঁচুক
পশু পক্ষী ঈশ্বর পূজক ,
ঝড়ের নাগাল না পেয়ে
ডাকনামে কেউ না ডাকুক ,
তবু সন্ধ্যে হলে প্রদীপ শিখায়
ঝড় তাঁহার নাম খুঁজুক ।