হে মানব,
তুমি আসিয়াছ কোথা হইতে
দুর্নীতিপূর্ণ এই পৃথিবীতে ,
আসিয়াছ কি কেবলই দুঃখ সইতে?
উঠো , উঠিয়া দাঁড়াও
খোঁড়া তো নহ তুমি ,
তবে কেনো এ নিশ্চলতা?
উন্নত দেশের স্বপ্ন দেখিতেছ তুমি
কতিপয় জাতিকে বঞ্চিত করিয়া !
প্রণয় বাণে আহত যুবক
ক্লান্ত বিচ্ছেদ বেদনার ভারে ,
কি করে করিবে তাহারা বিদ্রোহ
হয়ে দামাল ছেলে মনে প্রাণে ।
হে মানব ,
তোমার প্রতিবাদী সত্তা রাখিয়াছ
কেনো অন্তরালে ?
জাগিয়া তোলো ,জাগিয়া তোলো তাহারে ,
কুর্নিশ জানাইবে তোমারে জাতি
এহেন কার্য করিলে।