মুক্ত হাওয়ার ঘুড়ি
অন্তিমে থেমেই যাবে শুনি ,
আপন মনে বন্দী যারা
শিশির দেখে শেকল ভাঙে তারা ,
তবু অন্তরালে হিংসাত্মক বাণে বিদ্ধ
তাঁদেরই সন্ধ্যাতাঁরা।

কারা যেন হিংসা পুষে অনুক্ষণ?
কারা কসাই সাজে আমরণ ?
কারা খেয়ার তরে গা ভাসিয়ে
উল্লাসে মাতে সর্বক্ষণ ?
তারা মানবী নাকি বেশধারী ?
বিরহী না বিবাগী ?

নাহ ;
ওরা মৃন্ময়ী ; ক্ষুদে শিল্পী
নির্যাতনে রক্তস্নান করা কোন পিশাচী ।
ওরা কলঙ্কের বুকে রূদ্রাণী; ওরা শশ্মানবাসী ।
জগতের ধর্ষিতা ; তবু যজ্ঞের যাজ্ঞসেনী ,
বিধাতার সৃষ্ট স্বপ্নচারী ; রূপান্তরিত শিখন্ডী ,
অবচেতনে বেড়ে উঠা অগ্নীকণ্যা কল্যাণী ।