কর্কশ কথাচ্ছলে কণ্যাদিগকে
কতকাল কটাক্ষ করিবে,
কভু কণ্যাকে কর্তব্যানুরাগী , কভু করুণার্দ্র
কদাচিৎ কলঙ্কিত কহিয়া কদর্য করিবে ।
কাল-কালান্তরে কাপুরুষের কামানলই
কাব্যচর্চা কাব্যরসিকের ,
কে করিল কান্তিমান !
কামান্ধ কাব্যবিশারদদের কাব্যজগৎ?
কপট কবিরা কনকপ্রভ ,
কিন্তু
কিংবদন্তি কাব্যিকেরা কবলিত কালাজ্বরে  ,
কিঙ্করী করিয়াছে কিংবদন্তি কবিদের কালপ্রবাহের কালস্রোতে ।