ঋণ
-------------
        (Tridipa Ghosh)

আমার অনেক ঋণ ছিলো
চারদেয়ালের কাছে,
ঋণ আছে প্রচুর
এই দুনিয়ার মাঝে।
আজ আমি মৃত্যু শয‍্যায়
কেউতো নেই পাশে,
আছে কেবল যম
আমার চোখের ভাঁজে।

জমিতে আমার ভরপুর দলিল
কোথায় গেল আজ,
দেশ-বিদেশে প্রচুর আছে
সোনার তৈরী তাজ।
কোথায় গেলি মাণিক আমার
আমার চোখের মণি,
ব‍্যাংকে আছে আমার
অঢেল স্বর্ণখনি।

এসেছি খালি ফিরবও খালি
কিসের জন‍্য ছুটি,
ধর্মকাজে
মুক্ত হস্তে দান করাটাই
আমার কাছে দামী।
ঋণ ছিল যে মায়ের কাছে
যার গর্ভে থেকেছি,
ঋণ ছিল তো পিতার কাছেও
যার অর্থে বেড়েছি।

ঋণ আছে গুরুর কাছে
যার দয়ায় "ক" শিখেছি,
ঋণ আছে ঐ ঘাসেতে
যাতে খেলায় মেতেছি।
ঋণ আছে সবার কাছে
হয়নি তা পূরণ,
দেননি সৃষ্টিকর্তা সেই ক্ষমতা
করতে তারই দানের শোধপূরণ।

এই জগতে সবাই চায়
ঋণের টাকা ফেরত,
চায়না কেবল সৃষ্টিকর্তা
তার প্রদানকৃত ভালোবাসার ফেরত।
আজ আমি ঋণী এই জগতের কাছে
থাকব আমি দেখো তুমি
সবার হিয়ার মাঝে,
ঋণের বোঝা রইল ভাই
আর তো আমার সময় নাই,
চললাম আমি তার কাছে
ঋণের বোঝায় পূর্ণ আমি
একাল-ওকাল যার কাছে ।