ঠিক তো বুদ্ধিমান
তবে আলসে কেনো ?
মস্ত সুবিশাল আকাশপানে
কাকতাড়ুয়া যায়না কেনো ?
চাইলেই তো যাওয়া যায় !
তবে কি সে বায়না ধরেছে ?
গুণীজন কহে -
“তোলো তোলো ;টেনে তোলো ,
শক্তি আছে যত প্রয়োগে খাটো ;
দেখো; প্রাণ যেন না যায় !
লোকসমাজে মুখ দেখানো
হয়ে যাবে তবে বড্ড দায় ॥”
সুদীর্ঘ আয়োজন দেখে কাকতাড়ুয়া হাসে ,
দেখে কুমারটুলীর কুমোর আর সেঁকরার দ্বন্দ্ব ,
ভদ্রতার খাতিরে যদিও বা চুপটি থাকে প্রায়,
লোকচক্ষুর আড়ালে কাল ক্ষয়ে
প্রতি নিশ্বাসে তারও একদিন জং ধরে যায় ॥
তবু মনে মনে বলে ,
“চলুক ঘাত প্রতিঘাত ,
একদিন না হয় সব কুশল হবে
যেদিন বিকিয়ে দেব সব ,
সেদিন দেনাপাওনার ছোট্ট খাদে
সাঁতরাবে আমার ভদ্রতার গৌরব । “