বাঙালি মায়ের মুখের ভাষা ;
লিখতে গিয়ে দেখল সবে
রক্তিম সাজে সাজানো খাতা ।
হলো উত্তাল বায়ান্নর বঙ্গমাতা;
বাংলা ভাষার দাবীতে
বীরেরা রচিল অমর জয়গাঁথা।
একুশের ঐ মিছিল শেষে,
বঙ্গভাষা পেলাম আমরা অবশেষে।
শতবার তাই এইদিনে ভাই
শ্রদ্ধা জানাই সকল শহিদের উদ্দেশ্যে;
আর গান গাই সমস্বরে
বিজয়ের উল্লাসে ॥