পিঠা উৎসব
ভোট উৎসব
উৎসব কোথায়!!!
১৫ বছরে
ভোট উৎসব জাদুঘরে
স্যাংশন নিয়ে চারিদিকে
মিডিয়া যা প্রচার করছে
জনগণ বিশ্বাস করে না
সরকারের খাস দালাল
দালালদের বিশ্বাস করে না।।
সকালে ঘুম থেকে উঠে
জনগণ একবার গালি দেয়
দুপুরে খাবারের সময়
একবার জঘন্য ভাষায়
গালি দেয়
রাতে ঘুমানোর সময়
শেষ গালি দেয়
অভিশাপে অভিশাপে
গালিতে গালিতে
সরকারের গদি নাইরে
মাফিয়া বেদী
যাবে হিন্দুস্থানে
দাদারা সব
বাকি সব গজব
শুধু তার মনে মনে।।
জনগণ আর ভোট
দেবে না গজব
জারজ বেটিরে!!!
আমলারা তায় ভরসা
মিথ্যা ওয়াদা
মিথ্যা অভিনয়
আর কতদিন
বাংলাদেশের মাটিতে!!