ভালোবাসার নানা রকমভেদ
মোঃ সোহাগ প্রামানিক(উত্তর পথিক)
১)
ভালোবাসা হলো
একটি বিশাল ঝুলন্ত সাগরের মতো,
পুরোনো কিছুর গোপনীয়তা দ্বারা পূর্ণ,
ডুবে যাওয়া হৃদয়ে পূর্ণ,
কেবল এক ফোঁটা
মায়ায় ও ছলনার মাঝে
ধরে রেখেছে কিছুটা আশা
বাকি সব আতঙ্ক
ছাড়া আর কিছুই না।
২)
ভালোবাসা হলো
যা সবাইকে করে প্রসন্ন।
ভালোবাসা হলো তা,
যা আমাদের অস্তিত্বের
সার্থকতা জাগিয়ে তোলে।
আমার জন্ম দিয়েছিলেন,
পরানের আমার মা
যা বলি ভালোবাসা,
আমার সে মায়ের
প্রতি আমার মতো অসীম আশীর্বাদ,
শতো কোটি শুভ কামনা।
৩)
ভালোবাসা তখনই সর্বোত্তম হয়,
যখন তা থেকে
দেখা দেয় কঠিন ব্যথা।
যে ব্যথাকে এড়িয়ে বলে,
সে ভালোবাসা কি?
তা বুঝতে পারে না।
সেই একজন বীর
যে রয়েছে ভালোবাসার যাত্রায়;
নিঃসংশয়ে সে করতে পারে,
তার জীবনটাকে আত্মসমর্পণ।
৪)
ভালোবাসা হলো
শুরু হতে অমরত্ব পর্যন্ত।
প্রেমের সন্ধানকারীরা,
চিরকাল সংখ্যায় তারা অগণিত।
পূর্বে,আজ, আগামীকাল ও
কিয়ামত দিবসের দিন পযন্ত।।
যে কোন হৃদয় যেটি
হবে ভালোবাসা শূণ্য,
সেটি ছাড়পত্র পেতে হবে ব্যর্থ,
ভালেবাসা হলো,
উদীয়মান সূর্যের আলকেমি (রসায়নবিদ)।।
৫)
আমরা দেখি
একটি মেঘের ভেতর
আমাদের অভ্যন্তরে,
তা হলো শত সহস্র বজ্রপাত,
ভালোবাসার মহিমা,
সমুদ্রের মতো ছড়িয়ে পড়ে,
নিমজ্জিত করে,
উর্ধ্বের সমস্ত ছায়াপথগুলিকে
ভালোবাসা হলো, একটি সত্যিকারের দর্পন
তুমি তোমার প্রতিফলন
ব্যতিত আর কিছুই দেখতে পাও না,
তোমার আসল চেহারা ছাড়া
আর কিছুই দেখো না।