দুম দম
অনবরত শব্দ
হঠাৎ ঘুম ভেঙে গেল
উৎসব পালনের নাটক
মনে হচ্ছে
ইসরায়েলের বোমারু বিমানগুলো
অনবরত বোমা ফেলছে
নিরীহ ফিলিস্তিনের বুকে
শিশু ও মানবতার জঘন্য হত্যায়।।
মানুষের শান্তি নষ্ট করে
এমন উৎসব
পালন করা কি
ফরজে আইন নাকি
উৎসব পালনের নাটক
নগরবাসী হয়েছি আটক
দুম দুম
মনে হয়
বোমা ফুটছে!!!
বছর আসবে
আবার চলেও যাবে
উৎসবের নাটকগুলো
মানবের ধ্বংস যেন
না আসে
এই কামনায় নিরন্তর।।
নতুন বছরের
উৎসব পালনের নাটকের
নানা যুক্তির ময়দানে
সবাই সচেতন হই
অনেক মোবারকবাদ আবারও
আবারও মানুষ হই
আমিন আমিন আমিন।