চারিদিকে গনজোয়ার
পরিবর্তন অবশ্যই দরকার
গনতন্ত্রের লেবাসে
লোকচক্ষুর আড়ালে
গদীলোভী কাকাতুয়া
গনতন্ত্রের ভন্ড!!
নামে মাএ মানসকন্যা!!
বার বার আসে
বাংলাদেশের গদীতে
জনগণ কিছু নাহি পায়
দু একটা সেতু রাস্তা হয়
উন্নয়নের নামে টাকা চুরি!!
গনতন্ত্র চুরি!!
দেশও চুরি!!!
কত ষড়যন্ত্র কত চুরি!!
তবু্ও এগিয়ে
কাকাতুয়া তোতাপাখি নিত্য নতুন বুলিতে
১৯৭১ থেকে ১৯৭৫ ডাকাতির গল্প শুনিয়ে!!!
বার বার গদীতে
এক নেতার গীতে!
এক ডাকাতের গীতে!
এক দলের গীতে!
এক পরিবারের গীতে!
শান্তির বানী শুনিয়ে
বার বার বাংলাদেশের মানুষ
ধোকায় জনম ধোকায়
সরকারে এক পরিবার
বার বার নাহি দরকার
গনতন্ত্রের জন্য মিছিল চলে
সরকারের বদলের মিছিল চলে
গনতন্ত্র হীন!
জনতন্ত্র হীন!
মানবতাহীন!
মাফিয়াদের সরকার!
নাহি বার বার দরকার
উচিত শিক্ষা দেও
বাংলার জনতা দেও
গদীলোভীদের
গনতন্ত্রহীনদের
মাফিয়াদের
সরকারকে উচিত শিক্ষা দেও
নতুন দিনের সরকারকে বসাও
পুরাতনকে বিদায় দেও
নতুনকে শুভেচ্ছা জানাও
নতুন সরকার এমনিতে আসবেনা
রক্ত ছাড়া
মিছিল ছাড়া
গনজোয়ার ছাড়া
উচিত শিক্ষা দেও।।
বিজয় আসবেই।।