তুমি কি ঠিকই বলছ, বন্ধু মার্কস

আশার ছড়া যে বানিয়েছিল,
তারা ভালোবাসার কাঁথা বুনেছিল
বেলালের যে মেয়ে এসে
আলু,পটল, গম আরও ফসল
বোনা শুরু করেছিল
সব পুরুষরা ক্ষেতে,
মায়েরা যে লালন
করেছিল শিশু।।

মায়েরা কি শ্রম দেয় না!!
সে যদি শ্রমিক নয়, শ্রম কাকে বলে ?
তুমিই বল মার্কস বন্ধু ,
কে শ্রমিক,
কে শ্রমিক নয়!!!

নানা যুক্তিতে
নানা রঙের নতুনযন্ত্রের
যারা মাসমাইনের কারিগর
শুধু তারা শ্রম করে !
সত্যি ইতিহাস বলে,
শিল্পযুগ শ্রমিককে বস্তি উপহার দিল।।

বেশি আড়াল করা হয়
সেই শ্রমিকগৃহিণী
প্রতিদিন পানি তোলে,
ঘর মোছে,খাবার বানায়
হাড়ভাঙ্গা খাটুনির শেষে রাত হলে
ছেলেকে পিট্টি দিয়ে বসে বসে কাঁদে
সেও কি শ্রমিক নয় !!!

তুমি বল বন্ধু মার্কস, শ্রম কাকে বলে !
কেন কেন কেন আজও
গৃহশ্রমে মজুরী হয়না বলে
মেয়েগুলি শুধু
ঘরে বসে বিপ্লবীর ভাত রেঁধে দেবে
ওদিকে কমরেড শুধু যার
হাতে কাস্তে হাতুড়ি মাতামাতি
জগত সংসারের নাই খবর !!!

তোমাকে মানায় না এই অবিচার
কখন,কখন,কখন
বিপ্লব হলে,
সত্যিকারের পৃথিবী আসলে
মানুষে জান্নাতের মত হবে।।
নানা অপদার্থের আজব মতাদর্শে
মানুষ হয় সব কেলাফতে
তোমার বিচিএ ভাবনার
শ্রেণীহীন, রাস্ট্রহীন, আলো পৃথিবীর
সব দেশে
তুমি বল বন্ধু মার্কস,
ইতিহাস সত্যের মাধ্যমে সচেতন করে
আমরা কি পেরেছি আজও
পৃথিবী সব মানুষের কল্যানের তরে
মায়েরা/ পুরুষরা/ নারীরা কি বিপ্লবের সেবাদাসী
হবে ?