তুমি আজও মোর স্মৃতিতে
মোঃ সালেহ উদ্দিন প্রামানিক(উত্তর পথিক)
আশার তৈরি মনে
সফলতা আললাহর দানে
আমি অনেক আশা নিয়ে
তোমার কাছে গিয়েছিলাম
মনে করেছিলাম হৃদয়ের স্পন্দনে
প্রতিটি নিঃশ্বাস হয়ে লুকিয়ে থাকবে
আমার ৩৬ ইঞ্চির এই বুকের মাঝখানে।
আজও তোমার দুটি হাতের
মন মাতানো
রেশমি চুড়ির আওয়াজ,
দুটি চোখের পলক না পড়া
ডাগর ডাগর দৃষ্টি,
আর ছোট ছোট ঐ দুখানি
পায়ের আওয়াজে
শুনতে চেয়েছিলাম
চিরকাল ঝুম ঝুম সুখের ধ্বনি ।
গভীর আঁধারে প্রেমের
আলোই রাঙাতে চেয়েছিলাম
তোমার আমার ভালবাসার রণ তরী,
ভালোবাসার ইতিহাসে
অমরত্ব পাওয়া লাইলি মজনু শিরি ফরহাদের মত
গভীর জোসনার আলোয়
বসে শুনতে চেয়েছিলাম
কিছু কিছু ভালোবাসার প্রেম কাহিনী।
শুধু তোমার ভালোবাসার আঁচলে
মাথা লুকাতে চেয়েছিলাম
একটু একটু সুখের পরশ
আর একটু ভালোবাসা পাওয়ার আশায় ।
কিছুই হলনা,
নিষ্ঠুর তুমি ,
সত্যি, নিষ্ঠুর তোমার মন।।
কেন প্রেমের আঁচল সরিয়ে নিলে
আর আমায় ভাসিয়ে দিলে
কালো মেঘে আকাশে ঢেকে
থাকা কালবৈশাখী ঝড়ের প্লাবনে
সত্যি, বড়ই পাষাণ তোমার হিয়া ,
বুঝিনি পর করবে
তবে এই চোখে যত
পানি ঝরেছে ঠিক
ততখানি তোমারো কি ঝরবে?
কেন অসহায় করে দিলে ,
এই পৃথিবীর প্রেমের ধারায়
এমন করলে কেন, কি ছিল দোষ ?
আজও প্রশ্ন করি নিজেকে,
উত্তর মিলেনা ,
শুধু আর শুধু মিলে
এক বুকভরা হাহাকার
আর দুই নয়নের
মাঝে বহতা নদীর মত
বয়ে যাওয়া বেদনার নদী।
সুখে থাকো তুমি
মোর এটাই শুধু কামনা, আর
চাইলেও কাঁদবেনা ভাঙ্গা বুক
মনে হয়
তুমিতো এখন অন্যের ঘর
সাজিয়ে নিতে প্রস্তুত।
আমার জমানো প্রেমের স্মৃতি দিয়ে,
সত্যি, যা ছিল শুধু তোমার
আমার ভালোবাসার প্রতিটি মুহূর্তের সম্বল।
আজ বিদায় দিলাম
তোমায় স্মৃতির পাতা থেকে
তোমার জন্য রাখা
মোর মনের আকাশের রঙে
রাঙিয়ে দিলাম অন্যের মন,
ভাসিয়ে দিলাম প্রেমের তরী ,
আপন করে নিলাম ঠিক
তোমার মত যেমনটা ছিল তোমার আমার ।
আজ তুমি মুক্ত,
ডাকবোনা আর,
ঘুমের ঘরে চোখ মেলে
দেখবোনা তোমার ছবি।।
মোর সব ভাসিয়ে দিলাম
ঐ কূল হারা প্রেমের তরীতে
বিদায় দিলাম তোমায়
আল বিদায় ,
কখনও অপেক্ষায় থাকবো না
আশা করি আসবে না
কখনও মোর জান্নাতে ,
শুধু তোমার আমার ভালোবাসা
মোর স্মৃতিতে অমর করবো
বলে সেই ধরণীতে
বার বার বলি
আলবিদা আলবিদা প্রিয়তমা।।