আজও তোমরা
চিনলে না
কে কে
আপন পর
কে কে
বন্ধু জানেদুশমন!!
আপন বলে
টানছো বুকে
সে তোমায়
করছ খুন
তোমার চোখের সামনে
নানাভাবে অগোচরে
এখন সময় হাহাকার চারিদিকে
চোখের পানি
চোখের রক্ত
বন্যা প্লাবনে
প্রতিবেশী শুধুই প্রতিবেশী
শুধুই বিদেশি
নট বন্ধু
নট সহযোগী।।