তোমার সৌন্দর্য ও অসীম প্রেম(মওলা)
মোঃ সোহাগ প্রামানিক (উত্তরের পথিক)

১)
মওলা, তোমার চাঁদের
নৌকা ডুবে গেছে,
ভোরের নামাজের বিরতিতে
সূর্যের আলোর নিবিড় ছোঁয়া
চাঁদের মতো আলোকময়
শাপলা ফুলের গন্ধে
চাঁদ-আলোকিত রাতে
আলোর পর্দার আড়ালে।
ঠিক যেমন তোমার
আমার প্রেমের নৌকার মধ্যে
মনের দীপ্তিযুক্ত তাল,
জান্নাতের হাওয়ায়,
নানা ফুলের কুঁড়ির সুবাসে।।

২)
মওলা তোমার
তোমার অজস্র ভালবাসার বন্যায়
আমার হৃদয়ও একই রকম।
তুমি যদি সমাবেশ হও
তবে আমি সমাবেশের জাঁকজমক,
তোমার সৌন্দর্যের বজ্র হয়
তবে আমি ভালবাসার উপস্থাপনা,
তোমার ভালোবাসা তুলনাহীন ভোর হলে
তবে আমার অশ্রু হবে শিশির,
আমি বিকাল হলে
তবে তুমি আমার গোধূলি।

৩)
মওলা আমার
আমার হৃদয়ে
তোমার নিয়ামতের শুকরিয়ায়
চোখ বন্ধ করে দেয়
আমার বিভিল্ডারমেন্টটিতে
তোমার সৌন্দর্য নিখুঁত,
আমার ভালবাসা নিখুঁত
তোমার আমার কবিতার
বাগানের জন্য বসন্তের হাওয়া
তুমি আমার অস্থির কল্পনাকে প্রশান্তি দিয়েছ।

৪)
মওলা আমার
যেহেতু তোমার ভালবাসা
আমার মনের আয়নাতে বাস করেছে
আমার আয়নাতে
নতুন মায়বী আলো যুক্ত হয়েছে।।
প্রেমের প্রকৃতি সৌন্দর্য
বাঁচার জন্য উদ্দীপনা পায়,
আমার আশার গাছগুলি
তোমার অনুগ্রহের মধ্য দিয়ে বেড়ে উঠেছে।।
আমার কাফেলাটি
তোমার দীদারের অপেক্ষায়,
গন্তব্যে পৌঁছে যাবে,
যে কোন সময়।