তোমার প্রতি কিছু আরজ আল্লাহ
মোঃ সোহাগ প্রামানিক (উত্তরের পথিক)
১)
হে আল্লাহ আমার,
তোমার সত্যিকার প্রশংসা করাতে-
সত্যি, কোনো জিহ্বাই নয় সক্ষম।
তোমার ঐশ্বরিক করুনার সমুদ্রের-
নেই কোনো কিনারা
তোমার বাস্তব অস্তিত্বের রহস্য-
কারো কাছেই নেই প্রকাশিত।
২)
চূড়ান্ত পুনর্মিলনের
সঠিক পথে চলাতে
তুমি সদা দিয়ে
যেও আমাদের-
তোমার দিক নির্দেশনা
বিচ্ছেদের রাতটি
যদিও হয় তমসাবৃত,
তথাপি আমরা উৎফুল্ল,
যেহেতু তোমার সাথে-
আমাদের পুনর্মিলনের
প্রতিটি প্রভাতটি হবে-
উজ্জ্বল ও আনন্দময়।
৩)
হে মোর আল্লাহ ,
বিষাদের মৌসুমে
তুমি আমার একমাএ
আত্মার প্রশান্তি।
আমার হৃদয়ের
কঠোর মর্মবেদনায়-
তুমি দিয়েছ
আমার আত্মার প্রাচুর্য।
৪)
যখন আমার আত্মাটি হয়-
তোমার দীদারের
দিকে ধাবিত,
তখন তুমিই দাও
তার ভেতরে-
এক অকল্পনীয়তা,
এক অজানাকে
জানার তীব্র তোমার
প্রেমের অনুভূতি।
৫)
হে দয়াময়
আল্লাহ আমার
যদি আমার
দেহটি হয় অপরাধী;
আমার হৃদয়টি
যেনো থাকে
সবসময তোমার অনুগত।
৬)
আমি যদি
হই অপকর্মকারী-
তোমার ক্ষমাশীলতা যেনো হয়।
তুমি ও তোমার রাসূল
আমার একমাত্র সুপারিশকারী
আমার অবনমিত
হৃদয়ে শিকার করছি-
আমরা ভুল করেছি।
৭)
হে দয়াময় মালিক
আমাদের হৃদয়ে রোপন করো-
শুধুমাত্র তোমার ভালোবাসার বীজ।
আমাদের আত্মার
জন্য ধার্য করো-
শুধুই তোমার ক্ষমা
শুধুই তোমার দয়া
কেবল তোমার
ক্ষমাশীলতা করো বর্ষণ-
তোমার সব
অবনমিত ও
অধম বান্দার উপরে।
৮)
তুমি আমাদের
চোখে মুখে
দাও লজ্জার ধুলো,
কিন্তু তোমার
পরিতাপ দ্বারা দিওনা-
কঠিন শাস্তি আমাদের
কিছু আরজ তোমার জন্য
তুমি অধম বান্দাদের
একমাত্র খালেক
একমাত্র মওলা
একমাত্র নাজাতদাতা।।
৯)
কবুল কর
মনজুর কর
কিছু আরজ
কিছু ফরিয়াদ
আমিন আমিন
বল সবাই
ঈদ মোবারক
বল সবাই।।