তোমাকে পাওয়ার জন্যে, হে গনতন্ত্র  
মোঃ সালেহ উদ্দিন  প্রামানিক (উত্তরের পথিক)

১)
তোমাকে পাওয়ার জন্যে, হে গনতন্ত্র ,
তোমাকে পাওয়ার জন্যে
আর কতবার ভাসতে
হবে রক্তযমুনায় ?
আর কতবার দেখতে
হবে নানা আজব গজব উন্নয়ন  ?
আহত নিহত জমিন
আজব উন্নয়নে বাংলাদেশের জমিন।।

২)
তুমি আসবে ব’লে, হে গনতন্ত্র ,
কত নারী পুরুষের
সোনার সংসার  ভাঙলো?
কত হিন্দু নারীর
সিঁথির সিঁদুর গেল মুছে?
তুমি আসবে ব’লে, হে গনতন্ত্র ,
শহরের বুকে নানা রঙের পুলিশ ও ট্যাঙ্ক এলো
হায়েনার মত চিত্কার করতে করতে।।
আহত নিহত বাংলাদেশের জমিন
চলে আজব উন্নয়নের  প্রচার।।

৩)
তুমি আসবে ব’লে, হে গনতন্ত্র ,
শাসকের পোষ্য পুএরা
ছাত্রাবাস, বস্তি, দোকান উজাড় করে।
শহরের উপরে হেলিকপ্টার ও জঙ্গি বিমান,
নানা রঙের  রাইফেল,
আর মেশিনগান খই ফোটালো যত্রতত্র তখন
তুমি আসবে ব’লে, ছাই হলো শহর ও গ্রাম ।
তুমি আসবে ব’লে, বিধ্বস্ত হল মানবতা,
ভগ্নস্তূপে দাঁড়িয়ে
একটানা আর্তনাদ করলো
একটা কুকুর ও ছাগল।।
আজব উন্নয়নে আহত নিহত বাংলাদেশ।

৪)
তুমি আসবে ব’লে, হে গনতন্ত্র ,
অবুঝ শিশুরা হামাগুড়ি দিলো পিতামাতার লাশের উপর,
জানাজা অনুষ্ঠিত হয় শিকলবন্দী ইমামের নেতৃত্বে
তোমাকে পাওয়ার জন্যে, হে গনতন্ত্র ,
তোমাকে পাওয়ার জন্যে
আর কতবার ভাসতে হবে রক্তযমুনায় ?
আর কতবার দেখতে হবে নানা দহন ?
তবুও মানুষ বিশ্বাস করে না
আজব গজব উন্নয়ন উন্নয়ন।।

৫)
গনতন্ত্র , তোমার জন্যে মুক্তিকামী মানুষেরা
উদাস দাওয়ায় ব’সে আছে
মওলার কাছে দোয়ায় বিশ্বাসের
চোখের পানি শেষ
তাঁদের চোখের নিচে হতাশা আর হতাশা
শাসকের হুমকির দুর্বল ঝিলিক, অনবরত বাতাসে নড়ছে মুক্তির ডাক ।
গনতন্ত্র , তোমার জন্যে
বাংলাদেশ এক বিধবার বেশে দাঁড়িয়ে আছে
নড়বড়ে খুঁটি ধ’রে দগ্ধ ঘরের
ঠিক গনতন্ত্রের মুখোশে
নব্য নব্য হায়েনারডাক।।