হেমন্তের ঝড় হবে
শিশিরের মতো
স্যাংশন শহীদরা
আবার কাঁঠাল ভাঙার তালে
নানা মীরজাফর
টাকা আর নারীর লোভে।।
বিনা প্রতিদ্বন্দ্বিতায়
বিনা ভোটে
এমপি নিবাচনে
নানা আশায়
নানা নাটকে
নানা স্বপনে
নতুন নতুন দল হচ্ছে
আগে গাজা বিক্রি করত
এখন এমপি হতে চায়।
পিটার হাসের আগমনে
নানা কাকার ভেলকিবাজি
এখন পাছায় চুলকানি আর চুলকানি
ইউরেনিয়াম কাকা
কাঁঠাল রাণীর।।
নানা নাটকে অভিনয়ে
নানা ভয়ে
নানা কুঁকড়ে
লুঙ্গি শাড়ীতে ভিজে একেবারে
নানা ডাইনোসরের নানা নাটকে
নিবাচন কমিশন
হাঁ হতাশাতে।।