জাডীয় বেঈমান সংগঠন
আবারও নিজ ইচ্ছায়
শতুকে বন্ধু মনে করে
বার বার সরকার আসে
আবার চলেও যায়
নিবাচন নামে
পাতানো ফাঁদে
তোমরা কেন
বার বার পা দেও।।

বেঈমান হওয়া
অভিশাপ নেওয়া
এত মজা
এত তামাশা
কিছু লোক দেখানো
কিছু গজব বুলি
হাতে তালি বাজানো।।

আজব সংসদে
আগাসী ও সবনাসী উন্নয়ন বুলী
একই সুরে
বাপের কীতন
আজব সংবিধানের দোহাই
জনগণ, গনতন্ত্র  ও মানবতার বিরুদ্ধে
জাতীয়তাবাদের ঘৃণ্য চিত্র
চীন,রাশিয়া
ভারত,আমেরিকা
পক্সিযুদ্ধের ময়দানে বাংলাদেশ।।