আইয়ুব খানের দালাল
আইয়ুব খান মাকা নিবাচন
আজও বাংলাদেশে
নমিনেশন পাওয়ার খুশিতে ।।
মনে হয়
কেউ কেউ এমপি
এখনি হয়ে গেছে
চারিদিকে মিষ্টি /চকলেট বিতরণ
জনগণের পাছায় লাথি বার বার
ভোট সেতো
আজ যাদুঘরে
মাঝে মাঝে দেখি একটু তামাশা ।।
ইয়াহিয়া, ভুট্টো গনতন্ত্রের দশন
মুজিবের বাকশাল দশন
তার কুলাঙ্গার বেটির শাসন
হিটলার, মুসলোনি থেকেও বেশি খারাপ
তারা বেশি ক্ষমতার লোভী।।
এতো জনপ্রিয় তোরা
ফেযার নিবাচনে কিসের ভয়
মনে হয় অপরাধের ভয়
লক্ষ লক্ষ মানুষ হত্যার বিচারের ভয়
দুনীতির করে
দেশ ধ্বংসের দ্বারপ্রান্তের ভয়
আশেপাশের দাদাদের সব দিয়ে
নিজেদের ধন্য মনে করা
জাতির সব কুলাঙ্গার শাসক
আল্লাহর গজব
কুলাঙ্গার শাসকের উপর।