সকাল বিকাল সনধ্যা
থাকো যদিও একা
হাতে নেয়
আল কুরআন।।
পড় তোমার প্রভুর নামে
বন্দনা শুধু তোমার নামে
সুরা নাস পড় সবাই
সমাধান চাও আল্লাহর নিকট।
নানা বিপ্লবে ছিন্ন জগৎ
নানা যুক্তির মেলার আড়ৎ
বিপ্লব হল ঠিকই
সুফল সবাই নাহি পেল।।
মানবতা কলুষিত
হত্যার মিছিলে
মানুষ আর মানুষ
ধ্বংস আজ
মনে হয় মূলমন্ত্র।।
তাই সমাধান
পড়, জানো,মানো
পবিত্র আল কুরআন
বেশি বেশি পড়
সুরা নাস পড়।।
সমাধান একমাত্র
মানুষকের একমাত্র বাদশার
উপাসনা শুধু তার
শয়তান থেকে রক্ষা
পানাহ চাও আল্লাহ কাছে
জিন ও মানুষের ষড়যন্ত্র থেকে।।
সমাধান চাও আগেভাগে
বেশি বেশি সুরা নাস পাঠে
যাদু টোনা মুশকিল আহসানে
প্রতিদিন পাঠে
কুরআন খতম সওয়াবে
আসো বন্ধুরা
কুরআন বুঝ, মানো বন্ধুরা।।