সত্যি ওয়াদা করেছি
কিসের তামাশা
কিসের গন্ধ
কিসের একক পরিবারের দালাল
কিসের একক দলের দালাল
জাতীয়তাবাদের ভয়ংকর ভাইরাস
দালাল আর দালাল
আমি এমন দালাল
কখনও হতে চাই না
আলবিদা আবারও আলবিদা।

সত্যি ওয়াদা করেছি
আর কবিতা লিখব না
এই কবিতার পাতায়
এতো ব্যান
এতো ব্যান
আমার কবিতা।।

নিজেকে কোন দলের কাছে
কোন গজব পরিবারের কাছে
কখনও বিক্রি করব না
আলবিদা আবারও আলবিদা বন্ধুরা।

আমি সত্যি লিখি,
সত্য বলি,
কোন কোন
লেখক কবিকে
আঘাত করে,
সত্য আসলে
তেতো হলেও,
সবসময় কল্যাণকর।

আলবিদা আবারও বন্ধুরা আলবিদা,
আমিন আমিন আমিন।।