অনেক ভোরে পৌঁছলাম
আবারও মুগ্ধ হলাম
ঘন কুয়াশার রাজ্যে
বিমুগ্ধ মনে আফলনে
দেখলাম অবাক চোখে
মুগ্ধতা শেষ হয়না যে
সরিষা ফুল দেখে
হলাম আবার ব্যাকুল
হলুদ হলুদ পাপড়ি
মন প্রেমে মজি
ইচ্ছা মোর অনেক
পিয়সীর হাত ধরে
গুনগুন গান ধরে
সূর্যের আলোয় বারবার
সোনা ঝকমক করে
সরিষা ফুল দেখে
বার বার দেখে।