আজও নানা জিজ্ঞেসা
মোর মনে
বাংলাদেশের কমবেশি
সব মানুষের মনে মনে
আবেগে আবেগে
আজও নানা জিজ্ঞেসায়
কলা ঝোলানো সংবিধান।।
মৌলিক অধিকার
শুধু সংবিধানে
কাগজে কাগজে
সীমাহীন বৈষম্য
নেতা আজ হাতি
জনগন আজ শালার বেটা!!!
সবার মুক্তির তরে
কবে মুক্তি পাব
কবে সত্যিকারের সুদিন পাব
শুধু সংবিধানের দোহাই !!
শাসকের ষড়যন্ত্রে
শাসকের চামচাদের ষড়যন্ত্রে
সুবিধাবাদী চরিত্রের ব্যবসায়িক মহলের ষড়যন্ত্রে
শুধু সংবিধানের দোহাই
জনগন এখন
সত্যিকারের মানকাচিপায়।।
নিবাচন আজ
শুধু নিবাসন
জনগণের অধিকার নিবাসন
নেতা আজ টাকার হাতি
জনগণ হাতির পায়ের তোলায় পিষ্ট
উন্নয়নের নানা ভন্ডামীর ছবকে।।