সব কিছু ভালোদের অধিকারে আসবে ইনশাআল্লাহ
মোঃ সালেহ উদ্দিন প্রামানিক (উত্তরের পথিক)

আমি সব জানি না
কখনও অনুমানের আশ্রয় নেই
কখনও সঠিক জানি
কখনও জানিই না।।

কখনও ভালো আমল করি
কখনও বিশ্বাস করি
কখনও শয়তানি করি
তবে সব ভালো হউক
এই আশা করি নিরবধি।।

বন্ধুরা,সব কিছু
নষ্টদের অধিকারে যাবে কেন??
বাদ বাকি মানুষরা কি করে
শুধু নিরবতা আর নিরবতায়।।

কিছু নষ্টদের দানব মুঠোতে
ধরা পড়বে সত্যি, তা অমানবিক
কি বল বন্ধুগণ
কিছু ধামাধরা সংঘ-পরিষদ;
তারা চলে যাবে,
অভিনয়ে অভিনয়ে আর অত্যন্ত উল্লাসে।।

তারা শুধু চ’লে যাবে
এই সমাজ-সভ্যতা-সমস্ত দলিল
সবসময় নষ্টদের অধিকারে
দিয়ে খয়ের খা ভূমিকায় ,
যে-রকম রাষ্ট্র আর রাষ্ট্রযন্ত্র
দিকে দিকে চলে গেছে
খয়ের খা আর নষ্টদের অধিকারে।।

কখনও কখনও বিচলিত মানবরা
চ’লে যাবে শহর, বন্দর, ধানক্ষেত
আরও অন্য স্থানে
কখনও কখনও কালো মেঘ,
লাল শাড়ি, বাঁকা চাঁদ, পাখির পালক নিয়ে।

নানা উৎসবে
মওলার কাছে দোয়ায়
সবসময় যাবে পবিত্র মসজিদ,মন্দির,
গির্জা, সিনেগগ আর প্যাগোডাতে।
নানা ধোঁকায় আজ অস্ত্র আর গণতন্ত্র চ’লে,
জনতাও নাচে বিরয়ানী পোটলার লোভে;
সব চাষার সমস্ত স্বপ্ন আস্তাকুড়ে ছুঁড়ে একদিন
আজ সাধের গনতন্ত্র, পুঁজিবাদ আর সমাজতন্ত্র
সব নষ্টদের অধিকারে যাবে।

আমি জানি না
কেন সব কিছু নষ্টদের অধিকারে যাবে??
আজও কড়কড়ে রৌদ্র
আর গোলগাল পূর্ণিমার চাঁদ ওঠে
নানা নদীর ধারে কাছে কিংবা দূরে
পাগল করা ভাটিয়ালি খড়ের গম্বুজ
কেন বন্ধুরা,
শ্রাবণের সব বৃষ্টি নষ্টদের অধিকারে যাবে??

নজরুল ও জীবনানন্দের
কিছু কিছু জ্যোৎস্না ও সমাজে অন্যায়ের প্রতিবাদী গানে, কথায় আর নানা কবির সমস্ত আলাপে আজও হৃদয়স্পন্দন গাথা ঠোঁটের আঙুর
নানা রকমের হরিণীর মাংসের চিৎকার মাঠের মনের সুখে রাখালরা কাশবনে
তবুও কেন একদিন নষ্টদের অধিকারে যাবে??
বল বন্ধুরা বল।।

বসে বসে মোচে তাও দেওয়া
আর বার বার বলা
ঘোড়ার ঘাস কাটা বাদ দেও বন্ধুগন
উত্তর খোঁজ
নতুন নতুন তোমরায় পারবে ইনশাআল্লাহ।।

কেন চলে যাবে সেই সব উপকথাঃ
সৌন্দর্য-প্রতিভা-মেধা;
তুমি বললেই হবে
এমনকি উন্মাদ ও নির্বোধদের প্রিয় অমরতা
কেন নির্বাধ আর উন্মাদদের ভয়ানক কষ্ট দিয়ে??
কেন তারা অত্যন্ত উল্লাসভরে নষ্টদের অধিকারে যাবে??

আমি জানি না
চেষ্টা করি
লড়াই করি
জীবন দেই
বাকীটা আল্লাহ মালুম।।
আজ জিজ্ঞেসে জিজ্ঞেসে একাকার
কেন সব কিছু নষ্টদের অধিকারে যাবে??
গদ্য পদ্য আমার সমস্ত কবিতায় মানব ও দানব আর আল্লামা ইকবাল, নজরুল,রুমি,শেখ সাদী,
তবে মাঝে মাঝে সমালোচনায়,বাটানড রাসেল, মার্ক্স-লেনিন,
তবুও এতো বিপ্লব হল
মানবরা মরে অকাতরে
আমি জানি না
আমার বিশ্বাস বেশি
কিন্তু জ্ঞান কম
তবে জিজ্ঞেসে জিজ্ঞেসে
কেন সব নষ্টদের অধিকারে যাবে??
আশা রাখি
একদিন সব
ভালোদের অধিকারে আসবে ইনশাআল্লাহ।।

আমিন আমিন আমিন।।