সব কাজে মওলার রহমত কামনা
মোঃ সালেহ উদ্দিন প্রামানিক(উত্তরের পথিক)

চিন্তা কর
আছো তো রং তামাশায়
নিজেকে চিনো
নবী (সাঃ) জীবনী পড়
পড় কুরআন
মানো কুরআন
রহমত কামনায়
মওলার কাছে সবসময়।।


তাকওয়া দ্বারা সদা তুমি
পূর্ণ রাখো তোমার অন্তর।
দিবেন রিজিক অযুত ধারায়
মহান মালিক নিরন্তর॥


ভয় কেন পাও দারিদ্রতার
আল্লাহ তোমার রাজ্জাক।
যিনি যোগান খাবার পশুর,
মৎস্য-পাখির ঝাঁকে ঝাঁক
রহমত মওলার
দেখো চোখ মেলো।।

ভরসা মওলার
সব তার ইচ্ছার
শক্তি দিয়েই রিজিক যদি
পাওয়া যেত এই ভবে,
চড়ুই কিছুই পেত না খেতে
চিল-শকুনদের প্রভাবে
তবুও আশায়
নিবিড় রহমত মওলার।।

মানবরা ভীষণ ব্যস্ত
কামাই করে ভোগের তরে
সীমাহীন সেই পরকালে।
গ্যারান্টি নেই রাতের পরে
বাঁচবে কিনা সকাল হলে
বিচিত্র ভাবনা
কর রহমত কামনা।।

কেন এমন ঘটে
বিনা রোগে পথে-ঘাটে
কত সুস্থ্ মানুষ মরে
বেঁচে থাকে মুমূর্ষ কত
যুগের পর যুগ ধরে?

দেখি মোরা
কত যুবক সকাল-বিকাল
কাটিয়ে দেয় হেসে-খেলে।
কাফন যে তার বুনানো আছে
বেমালুম তা গেছেই ভুলে!!

আরও দেখি
কত যুবক আশায় আছে
থাকবে বেঁচে বহু বছর।
দেহ যে তার গোরের ভিতর
মোটেও তার নেই যে খবর!!

অবাক চোখে
আবার দেখি
কত বধূ সেজে আছে
হবু স্বামীর অপেক্ষাতে
বিদায় ঘণ্টা বেজে গেছে
গত বছর কদর রাতে!!


মোরা যদিও
বাঁচি হাজার বছর
এই পৃথিবীর মাটির উপর
একদিন তোমায় যেতেই হবে
অন্ধকার ঐ মাটির কবর
পাপে ক্ষমা চাও
তবেই রহমত
তবেই নাজাত।।