সৈরশাসকের বিরুদ্ধে রুখে দাঁড়াও

মোঃ সালেহ উদ্দিন প্রামানিক (উত্তরের পথিক)

সৈরশাসকের অপশাসন আর,
ভোগাস ভোগাস,
কথায় ও কান্ডকারখানায়,
বাংলাদেশ আজ
জনগণের কষ্টের আবাস।
কম বেশি সবার মুখে মুখে
এক নারী/পুরুষ বলে যায়,
তার আর ইচ্ছে করছে না বাঁচতে
আমি শুধালাম, কি হয়েছে তোমার
সাতসকালে এসব কি বলছ তুমি
মেয়েটি বললে, সত্যি বলছি ভাই।।

মোদের আর একফোঁটাও ইচ্ছে নেই বাঁচার।
আমি খুব উদ্বিগ্ন হয়ে শুধালাম, কি হয়েছে তোমাদের বলবে তো।
মেয়েটি বললে, খাবার নেই, চাকুরী নাই, পানি নাই, গ্যাস নাই, বিদ্যুৎ নাই, পকেটে টাকা নাই।।
কয়েকজন,কয়েকটি পরিবার,
আজব গজব নেতারা ও আমলা মিলে– –
বাংলাদেশটাকে বাপ দাদার চিরকালের
ভোগের ইজারাদার পায়ছে।।

বার বার বাংলাদেশ
ধষনের শিকার
কোন বিচার নাই
বাকশাল ধষন করল
সেনাশাসন ধষন করল
গনতন্ত্রের নামে মাফিয়ারা
১৫ বছর বাংলাদেশকে ধষন করল
সৈরশাসকের লেবাসে।
আর বলতে পারবো না ভাই
নামতে নামতে কত নিচে
নেমে গেছে শাসকরা দেখুন।।

আমার আর ইচ্ছে করছে না বেঁচে থাকতে,
যেখানে মানুষ হয়ে বেঁচে থাকার জায়গা নেই
সেখানে শুধু মেয়ে/পুরুষ  হয়ে বেঁচে থাকতে
আর একটুও ইচ্ছে করছে না আমার।
ইংরেজরা মোদের দাবায়া রাখতে পারে নি
পাক হানাদাররা আরও পারে নি
বাকশালরা পারে নি
সেনাশাসকরা আরও পারেনি
গনতন্ত্রের লেবাসে সৈরশাসকও
কখনও পারবে না ইনশাল্লাহ।


গজে উঠুক সব মানুষ
গনতন্ত্রের জন্য
বাঁচার জন্য
মুক্তির জন্য
দেশ বাঁচাতে
রুখে দাঁড়াও।।


বাঁশ নিয়ে
লাঠি নিয়ে
কলম দিয়ে লিখে
বার বার রুখে দাঁড়াও
১৫ বছরের আজব গজব
সৈরশাসক নিপাত যাক
গনতন্ত্র মুক্তি পাক
জয় বাংলাদেশ
বাংলাদেশ জিন্দাবাদ।।