সৈরশাসক ও গনতন্ত্র কথোপকথনে
মোঃ সালেহ উদ্দিন প্রামানিক (উত্তরের পথিক)
হু হু হাওয়ায় বাংলাদেশ
আজব গজব শাসকের
জীবন যায় যায়
গনতন্ত্র দরজায়
গনতন্ত্র জনতন্ত্র
আবার হবে ক্ষমতায়।
গনতন্ত্র ও সৈরশাসকের কথোপকথন
সৈরশাসক বললেন, কে দাঁড়িয়ে আছে আমার দরজায়?
গনতন্ত্র বলল, জনগণের অধিকার আমি।
সৈরশাসক বললেন, তুমি কি কাজে এসেছো?
গনতন্ত্র বলল, আপনাকে জাগাতে, জানাতে, হে আমাদের অত্যাচারী শাসক।
সৈরশাসক বললেন, তুমি কতদিন থাকবে?
গনতন্ত্র বলল, যে পর্যন্ত না আপনি আমায় থামতে বলেছেন।
সৈরশাসক বললেন, কতদিন তোমায় তুমি এ আগুনের মাঝে পুঁড়াবে?
গনতন্ত্র বলল, যে পর্যন্ত না হবো ক্লান্ত, দেশকে করব পবিত্র; এটি হলো আমার ভালোবাসার শপথ ভালোবাসার নিমিত্তে আমি করেছি বিসর্জন, আমার পদ আর আমার যত সম্পদ।
সৈরশাসক বললেন, তোমার মামলাটি যদিও তুমি করেছ উপস্থাপন; কিন্তু স্বাক্ষী তো করোনি হাজির। গনতন্ত্র বলল, আমার চোখের অশ্রুই আমার সাক্ষী; আর আমার বিবর্ণ চেহারাটিই আমার সাক্ষ্য।
সৈরশাস বললেন, তোমার সাক্ষীর কোনো বিশ্বাসযোগ্যতা নেই; আর তোমার অতি অশ্রুভেজা চোখগুলো দেখতে অক্ষম।
গনতন্ত্র বলল, আপনার ন্যায় বিচারের দ্যূতিতে আমার চোখ দুটো পরিষ্কার এবং স্পষ্ট।
সৈরশাসক বললেন, তোমার চাওয়াটি তাহলে কি?
গনতন্ত্র বলল, সবাইকে নিয়ে আপনায় আমি পেতে চাই জনগণের জন্য ; আমার অবিচল বন্ধু হিসেবে।
সৈরশাসক বললেন, আমা হতে তোমার কি প্রত্যাশা?
গনতন্ত্র বলল, জনগণকে অপরিসীম অনুগ্রহ করুন ।
সৈরশাসক বললেন, যাত্রাপথটিতে কে ছিলো তোমার সঙ্গী?
গনতন্ত্র বলল, আপনার ও আমার ধ্যান; জনগণ আর জনগণ ।
আমিন আমিন আমিন।