শুনো মুমিন
মুসলমানগণ
ভুলে যাও
নানা বিভেদ
মিলেমিশে গড়ি
সুন্দর ইসলামি সমাজ।।

ইসলামের ইতিহাস
বেশি বেশি জানায়
রমজানের ত্যাগ
ন্যায় ও শুভকামনার
দাওয়াত বেশি বেশি
সকলকে দেয়।