আজ জুমামোবারক
চলছে তদারক
সব কাজ
হয় ঠিকঠাক
নামাজের বেলায়
টালবাহানা কপোকাত।।
পবিত্র জুমায়
করলাম শপথ
ছাড়ব না
কোনদিন নামাজ
আসো মুসলমান
শোনো আজান
নামাজে আগুয়ান।।
আল্লাহকে চাও
নামাজে যাও
ভালো কাজ
ভালো আমল
আল্লাহর পছন্দ
পাবে নাজাত
আসো সবাই
শপথকরি ভাই।।।
আল্লাহকে জানি
কুরআন পড়ি
সুন্দর জীবন
সুস্থ জীবন
আলোকিত মানুষ
হওয়ার জন্য
শপথ অনন্য
আমিন আমিন।।