রাতে ঘুম ভাঙে
হালকা ঠান্ডায়
মনে মনে ভয়
আবারও হয়।
পাখিরা সব
নাই কোলাহল
নাই আমার ঘরে উঁকি
মনে হয় সকালটা যাবে ফাঁকি।
ঠান্ডায় কাবু
নাই কোনো বাবু
শীত ধবংস করে
আবার জীবনও গড়ে।
শীতে নতুন বন্ধু
অতিথি পাখিরাও বন্ধু
মিষ্টি পিঠার আমেজ
টক ঝাল পিঠারও আমেজ।
ধনীরা করে আনন্দ বিলাশ
গরীবের হয় মহাসবনাশ
গরীবের কাজ কম
বেতন কম।
শীতের সকাল
সব কিছুর আকাল
পরিবেশ নাজেহাল
তবুও শীতের শান্ত বিকেল।
আসুন বাংলার সকল বন্ধুরা
শীতের জন্য বন্ধুরা
ঘুরে ঘুরে
সবার ঘরে ঘরে।
শীতের গরম পোশাক
সব লোক পাক
শীত উৎসব
সবার জয় হউক।।
আমিন আমিন।।।